"সে কি আর ফিরবে না"
কবিতা
"সেই কি আর ফিরবে না?"
হঠাৎ করে হারিয়ে গেলে
সেই চেনা মুখ, চেনা হাঁসি,
সন্ধ্যাবেলা নিঃসঙ্গ লাগে—
আগের সেই নেই চিঠির বাসি।
পথের ধারে দাঁড়িয়ে থাকি,
হয়তো সে আসবে চুপে,
তবে কেনো পায়ের শব্দ
শুধুই বাজে নিজের রূপে?
চোখ রাখলে চোখে
আর কি দেখা যাবে সেই চেনা চাহনি?
সে- কি আর ফিরবে কখনো-
এই শহরে, এই জনমানবী?
নাকি সে গিয়েছে চিরতরে
এক নীরব না-ফেরার পথে?
ফিরে এসে বলবে না আর—
"তোমার ছায়া রইল আমার সাথে।"
ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ
Pk. Md. Ratul Hassan
Comments
Post a Comment