━কিছু বলো━
কবিতা হঠাৎ করে দেখা হলো, আর মনে দিলো দোলা। তোমার মুখে নরম হাশি, হৃদয় আমার নাচে খুশি। হাওয়ার সাথে গন্ধ পেলাম, তোমার পাশে থমকে গেলাম। কিছু বলো, কিছু চাও, এক আকাশ সমান স্বপ্ন দাও। শেষে শুধু মুখটা ঘুরাও, চুপটি করে, কেনো হারাও? তুমি এলে, হাওয়া বয়ে, মনটা আমার ভাসে জয়ে। চুপটি চুপটি চলার ধারা, শব্দহীনই বাজে তারা। মুখে কিছু, চোখে বহু, বলা না বলা প্রেমের রহু। ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ Pk. Md. Ratul Hassan