"তুমি বুঝোনি"
কবিতা
"তুমি বুঝোনি"
আমি চুপ করেছিলাম
— তুমি বুঝলে না,
তুমি চোখ ফিরিয়েছিলে
— তুমি পাশে ছিলে না।
আমি কম হাসতাম
— কেউ জিজ্ঞেস করেনি,
আমি চুপ থেকেছি
— মিথ্যে হেসেছি কেবলই।
রাতভর অপেক্ষা করেছি
— তুমি কিছু জানোনি,
অনেকবার লিখেছি
— তোমার বারান্দায় পৌঁছায়নি।
ভেঙে পড়েছি ভেতরে
— তবু মুখে হাসি,
তুমি চুপচাপ হেঁটে গেছো
—আমার যেন কিছুই হয়নি।
অনেকবার ইশারা দিয়েছি
— তুমি খেয়াল করোনি,
বলতে চেয়েছি
“ভালো আছি”
এখন আমি থেমে গেছি
দূরত্বে নয় —
— অভিমানে ও নয়,
শুধু আর লড়তে ইচ্ছা করে না
— ক্লান্ত আমি সত্যিই।
ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ
.
.
Pk Md. Ratul Hassan
Comments
Post a Comment