কবিতা

-আড়ালে মেঘ-


তুমি রূপ কথার রানী, 

তুমি জান্নাতের এক হুর,

তুমি বড়ই অভিমানি,

তোমার কণ্ঠে ভাসে সুর।


তুমি বাস্তবতায় মানুষ!

তুমি আমার কাছে পরী,

তুমি উড়াও মায়ার ফানুষ

আমি ধরতে নাহি পারি। 


 তুমি এইতো কদিন এলে 

আবার কথাই চলে গেলে?

কোন মেঘ, বৃষ্টির জলে? 

তুমি কথাই হাড়িয়ে গেলে?


কবে দেখবো সেই হাঁসি?

হাঁসবে তুমি রাশি রাশি!

চোখে চোখে-চোখ পড়বে

বাজবে মনে প্রেমের বাঁশি।


তুমি কি জানো ?

আমি তোমারে-ই ভালোবাসি।

তুমি কি মানো ?

আমি তোমাতেই সীমাবদ্ধ আছি।

ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ

Comments

Popular posts from this blog

━━দূরে বাধি ঘর━━

"সে কি আর ফিরবে না"

━অপ্রাপ্তি━