Posts

Showing posts from July, 2025

━কিছু বলো━

কবিতা  হঠাৎ করে দেখা হলো, আর মনে দিলো দোলা। তোমার মুখে নরম হাশি, হৃদয় আমার নাচে খুশি। হাওয়ার সাথে গন্ধ পেলাম, তোমার পাশে থমকে গেলাম। কিছু বলো, কিছু চাও, এক আকাশ সমান স্বপ্ন দাও। শেষে শুধু মুখটা ঘুরাও, চুপটি করে, কেনো হারাও? তুমি এলে, হাওয়া বয়ে, মনটা আমার ভাসে জয়ে। চুপটি চুপটি চলার ধারা, শব্দহীনই বাজে তারা। মুখে কিছু, চোখে বহু, বলা না বলা প্রেমের রহু। ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ Pk. Md. Ratul Hassan 

"তুমি বুঝোনি"

কবিতা  "তুমি বুঝোনি" আমি চুপ করেছিলাম  — তুমি বুঝলে না, তুমি চোখ ফিরিয়েছিলে — তুমি পাশে ছিলে না। আমি কম হাসতাম — কেউ জিজ্ঞেস করেনি, আমি চুপ থেকেছি  — মিথ্যে হেসেছি কেবলই। রাতভর অপেক্ষা করেছি  — তুমি কিছু জানোনি, অনেকবার লিখেছি  — তোমার বারান্দায় পৌঁছায়নি। ভেঙে পড়েছি ভেতরে  — তবু মুখে হাসি,  তুমি চুপচাপ হেঁটে গেছো  —আমার যেন কিছুই হয়নি। অনেকবার ইশারা দিয়েছি  — তুমি খেয়াল করোনি, বলতে চেয়েছি  “ভালো আছি” এখন আমি থেমে গেছি দূরত্বে নয় —   — অভিমানে ও নয়, শুধু আর লড়তে ইচ্ছা করে না  — ক্লান্ত আমি সত্যিই। ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ . . Pk Md. Ratul Hassan

"সে কি আর ফিরবে না"

কবিতা  "সেই কি আর ফিরবে না?" হঠাৎ করে হারিয়ে গেলে সেই চেনা মুখ, চেনা হাঁসি, সন্ধ্যাবেলা নিঃসঙ্গ লাগে— আগের সেই নেই চিঠির বাসি। পথের ধারে দাঁড়িয়ে থাকি, হয়তো সে আসবে চুপে, তবে কেনো পায়ের শব্দ শুধুই বাজে নিজের রূপে? চোখ রাখলে চোখে আর কি দেখা যাবে সেই চেনা চাহনি? সে- কি আর ফিরবে কখনো- এই শহরে, এই জনমানবী? নাকি সে গিয়েছে চিরতরে এক নীরব না-ফেরার পথে? ফিরে এসে বলবে না আর— "তোমার ছায়া রইল আমার সাথে।" ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ Pk. Md. Ratul Hassan 

━━দূরে বাধি ঘর━━

 কবিতা ━━দূরে বাধি ঘর━━         "আমি তাঁর মায়াঁয় ভাসি!                   যে, উরে স্বাধীন মতো,          আমি তাঁর, দেখি হাসি-                   যাঁর হাসিতে নেই ক্ষত।          আমি তাঁরেই ভালোবাসি                   যে, আমার হতে চাইনি!          আমি তাঁর খুঁশিতেই হাসি                   যাঁরে নিঁজের করে পাইনি।         আমি জেনে বুঝে চলি                     আর দূরে বাধি ঘর-          আমি তাঁর কথা বলি                    যে, আজীবন পর। ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ