━অপ্রাপ্তি━
কবিতা তারে ছাড়া অভাবী আমি আর নিঃশ্বাসে নামে বিষ। হাসি আমার হারিয়ে গেছে, চিঠি তুই একবার বলে দিস। সে যে আমার শখের নারী সে তো ছিলো ভ্রমরা, সে যে ছিলো শখের পরী তবে কেন আজ শূন্য ধরা? সে যে আমার শখের নারী যদি সে একটুখানি বুঝ'তো দিনের বেলায় না হলেও আমায় সে নির্ঘুম রাতে খুঁজ'তো আমি যে তারে দেখার জন্য তার পথেই চেয়ে থাকি, তার সেই চিরোচেনা মুখ, কেনো আমি স্বপ্নে দেখি? সে পথেই তাকিয়ে থাকি, জানি না, হবে কি দেখা? দেখা হলে এবার বলে দিবো তারে ছাড়া মন'যে করে খাঁখা ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ