Posts

Showing posts from October, 2025

কবিতা

Image
-আড়ালে মেঘ- তুমি রূপ কথার রানী,  তুমি জান্নাতের এক হুর, তুমি বড়ই অভিমানি, তোমার কণ্ঠে ভাসে সুর। তুমি বাস্তবতায় মানুষ! তুমি আমার কাছে পরী, তুমি উড়াও মায়ার ফানুষ আমি ধরতে নাহি পারি।   তুমি এইতো কদিন এলে  আবার কথাই চলে গেলে? কোন মেঘ, বৃষ্টির জলে?  তুমি কথাই হাড়িয়ে গেলে? কবে দেখবো সেই হাঁসি? হাঁসবে তুমি রাশি রাশি! চোখে চোখে-চোখ পড়বে বাজবে মনে প্রেমের বাঁশি। তুমি কি জানো ? আমি তোমারে-ই ভালোবাসি। তুমি কি মানো ? আমি তোমাতেই সীমাবদ্ধ আছি। ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ

━অপ্রাপ্তি━

Image
কবিতা  তারে ছাড়া অভাবী আমি আর নিঃশ্বাসে নামে বিষ। হাসি আমার হারিয়ে গেছে, চিঠি তুই একবার বলে দিস। সে যে আমার শখের নারী সে তো ছিলো ভ্রমরা, সে যে ছিলো শখের পরী  তবে কেন আজ শূন্য ধরা? সে যে আমার শখের নারী যদি সে একটুখানি বুঝ'তো দিনের বেলায় না হলেও  আমায় সে নির্ঘুম রাতে খুঁজ'তো আমি যে তারে দেখার জন্য  তার পথেই চেয়ে থাকি, তার সেই চিরোচেনা মুখ, কেনো আমি স্বপ্নে দেখি? সে পথেই তাকিয়ে থাকি, জানি না, হবে কি দেখা? দেখা হলে এবার বলে দিবো তারে ছাড়া মন'যে করে খাঁখা ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ

শিমুল তুলো

Image
 #কবিতা ━শিমুল তুলো━ চুলে তার বৃষ্টির ফোঁটা, আর মিষ্টি তার হাসি। হেঁটে গেলে সে বিকেল বেলা, থেমে যায় বাতাসি। চোখ দুটো তার স্বপ্ন মেলা, আর কথাগুলো যেনো গান। তারে দেখে থমকে গেছি  এখন বাঁচেনা মর প্রাণ। চুলে যেনো তার ছন্দ আঁকা তার হাঁটায় কি যে, সুর। মন তার শিমুল তুলো, তাই হয়তো উড়ে বহু দূর। ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ