━━দূরে বাধি ঘর━━
কবিতা
━━দূরে বাধি ঘর━━
"আমি তাঁর মায়াঁয় ভাসি!
যে, উরে স্বাধীন মতো,
আমি তাঁর, দেখি হাসি-
যাঁর হাসিতে নেই ক্ষত।
আমি তাঁরেই ভালোবাসি
যে, আমার হতে চাইনি!
আমি তাঁর খুঁশিতেই হাসি
যাঁরে নিঁজের করে পাইনি।
আমি জেনে বুঝে চলি
আর দূরে বাধি ঘর-
আমি তাঁর কথা বলি
যে, আজীবন পর।
ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ
Comments
Post a Comment