শিমুল তুলো
#কবিতা
━শিমুল তুলো━
চুলে তার বৃষ্টির ফোঁটা,
আর মিষ্টি তার হাসি।
হেঁটে গেলে সে বিকেল বেলা,
থেমে যায় বাতাসি।
চোখ দুটো তার স্বপ্ন মেলা,
আর কথাগুলো যেনো গান।
তারে দেখে থমকে গেছি
এখন বাঁচেনা মর প্রাণ।
চুলে যেনো তার ছন্দ আঁকা
তার হাঁটায় কি যে, সুর।
মন তার শিমুল তুলো,
তাই হয়তো উড়ে বহু দূর।
ᵐʳ'ʟᵉᵏʰᵒᵏ
Comments